বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে জয়মনিরঘোল এলাকার খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা পশুর নদীতে একটি লাশ ভাসতে দেখে নৌপুলিশে খবর দেন। এরপর নৌপুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ব্যক্তির লাশের বয়স প্রায় ৪০ বছর।
মোংলা চাঁদপাই নৌ থানার ওসি ইকরামুল হক বলেন, লাশটি এখনো শনাক্ত হয়নি। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় লাশটি পচে গেছে। তার শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।