পশুর হাটে চারগুণ খাজনা আদায়, রশিদে লেখা হয়না টাকার পরিমাণ

1 month ago 23

সিরাজগঞ্জের তাড়াশে পশু কেনায় চারগুণ বেশি খাজনা নেওয়া হচ্ছে। প্রসিদ্ধ নওগাঁ হাটের পশু ক্রেতারা অভিযোগ করেন ইজারাদারের বিরুদ্ধে। বিশেষ করে খাজনার রশিদে টাকার পরিমাণ লেখা হয়না। পশু বিক্রেতারও টাকা দিতে হয় এ হাটে পশু কিনে। ছাগলের খাজনা ৫০ টাকার বদলে ২৫০ টাকা। গরুর খাজনা ৪০০ টাকার বদলে ৬০০ টাকা দিত হয়।  তাড়াশ সদর ইউনিয়নের কাউরাইল গ্রামের আবু সাইদ বলেন, ২টি ছাগলের বাচ্চাসহ ৫টি ছাগল কিনেছেন।... বিস্তারিত

Read Entire Article