ফের চিকিৎসার অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠলো পশ্চিমবঙ্গের মেদিনীপুর ম্যাডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর নাম মামনি রুইদাস, তার স্বামীর নাম দেবাশীষ রুইদাস।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেশ কয়েকজন গর্ভবতী নারী হাসপাতালে ভর্তি হয়। অস্ত্রপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন পাঁচ প্রসূতি। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালের আইসিইউতে বিভাগে হস্তান্তর করা হয়।
তিন জনকে ভেন্টিলেশনে রাখা হয়। শুক্রবার ১০ জানুয়ারি তাদের মধ্যে এক প্রসূতির মৃত্যু হয়।
অভিযোগ, মৃত প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্যালাইন দেওয়া হয়। সেই স্যালাইনের সমস্যাতেই তার মৃত্যু হয়েছে।
মৃতের আত্মীয়রা আরও অভিযোগ করে বলেন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। তার জন্যই এই ঘটনা ঘটে।
পরিবারের এক সদস্য দাবি করেন, অপারেশন করেছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র কেউ সেখানে ছিলেন না।।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তরের কর্মকর্তা নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, পুরো ঘটনা তদন্ত করা হবে এবং একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা হাসপাতালে গিয়ে সমস্ত ঘটনাটাই তদন্ত করে দেখবেন কি কারণে সেই প্রসূতির মৃত্যু হয়েছে।
ডিডি/এমএসএম