পহেলা ডিসেম্বর বিজয় র‌্যালি করবে ঢাবি

1 month ago 11

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে রোববার (১ ডিসেম্বর) বিজয় র‌্যালি বের করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ র‌্যালির নেতৃত্ব দেবেন।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার (১ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল পৌনে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিজয় র‌্যালি বের করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালির নেতৃত্ব দেবেন। বিজয় র‌্যালিতে অংশগ্রহণের লক্ষ্যে ওইদিন সকাল সাড়ে ৭টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, র‌্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে। র‌্যালি শেষে স্মৃতি চিরন্তন চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশিত হবে।

Read Entire Article