পাঁচ জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁদপুরে একজন, ময়মনসিংহে তিনজন, শেরপুরে দুজন, সিলেটে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁদপুর
বিকেলে জেলার মতলব উত্তরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলিফ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম কবির প্রধান।
- আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেলো শিশুসহ দুজনের - সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধার মৃত্যু
- চাঁদপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
ময়মনসিংহ
দুপুরে জেলার গফরগাঁও ও নান্দাইলে বজ্রপাতে তিনজন মারা গেছেন। এসময় দুটি আহত হয়েছেন। তারা হলো, গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের ক্বারি মো. হযরত আলীর ছেলে সোহাগ মিয়া (৩২) ও পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের সোহাগ মিয়া (৩২) এবং নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে মো. সাইদুল হক (১২)।
শেরপুর
জেলার পৃথক স্থানে দুপুরে বজ্রপাতে দুজন মারা গেছেন। এদের মধ্যে সমির উদ্দিন সমু (৫৭) নকলা উপজেলার টালকী ইউনিয়নের সমির উদ্দিন সমুর ও নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের হাজেরা খাতুন (৫৫)।
সুনামগঞ্জ
দুপুরে জেলার ধর্মপাশায় গোসলে গিয়ে বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুগুয়ারচর গ্রামের বসিন্দা।
সিলেট
দুপুরে জেলার কানাইঘাটে বজ্রপাতে তাজুল ইসলাম (৩৬) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ নয়াগ্রাম গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।
আরএইচ/জেআইএম