পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

2 months ago 38
কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁওয়ে প্রায় পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কামরাঙ্গীরচরের ঝাউচর ও নয়াগাঁও এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।  প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, দিনব্যাপী অভিযানে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসিসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের ঝাউচর ও নয়াগাঁও এলাকার আল মোহাম্মদিয়া ফার্নিচার, খানাঢুলি কারখানা ও মা-বাবার দোয়া এলুমিনিয়ামের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা করা হয়।  এতে বলা হয়, এ সময় ৭টি অবৈধ গ্যাস বার্নারসহ ৩টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও প্রায় ৩০০ ফুটের বেশি অবৈধ বিতরণ লাইনের উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়াও ২৪০ ফুট এমএস পাইপ, ৭টি বার্নার, ১টি কম্প্রেসর মেসিন/বুস্টার, বেশ কিছু বার্নারের মালামাল ও লোহার সরঞ্জাম এবং ১ সেট আর এম এস জব্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জেলা প্রশাসন, ঢাকাকে অবহিত করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমন্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। 
Read Entire Article