পাঁচদিনে এমারেল্ড অয়েলের দাম কমলো ৫১ কোটি টাকা

4 weeks ago 9

গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বেশ অস্থিরতা দেখা যায়। এ অস্থিরতার বাজারে কিছু প্রতিষ্ঠান দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে কমেছে। দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে এমারেল্ড অয়েল। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচ দিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ৫১ কোটি টাকার ওপরে কমে গেছে।

বিনিয়োগকারীদের বড় অংশই এ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৫১ কোটি ১১ লাখ ২৩ হাজার ২২২ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৫ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৩১ টাকা ৪০ পয়সা।

শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে কোম্পানিটি ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।

২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার অল্প সময়ের ব্যবধানে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের তত্ত্বাবধানে কোম্পানিটির মালিকানায় পরিবর্তন আসে। এ মালিকানা পরিবর্তনকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারে বড় ধরনের কারসাজির ঘটনা ঘটে। এতে কোম্পানিটির শেয়ার দাম একশ টাকার ওপরে বেড়ে যায়। হাসিনা সরকারের পতনের পর থেকে কোম্পানিটির শেয়ার দামে বড় ধরনের পতন হচ্ছে।

৯১ কোটি ২৭ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ার সংখ্যা ৯ কোটি ১২ লাখ ৭২ হাজার ৪টি। এর মধ্যে ৫৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ১৬ শতাংশ শেয়ার আছে।

এমারেল্ড অয়েলের পরই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল নিউ লাইন ক্লোথিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। ১৪ দশমিক ২৯ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- কহিনুর কেমিক্যালসের ১১ দশমিক ৩৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ৮ দশমিক ৩৯ শতাংশ, পদ্মা অয়েলের ৮ দশমিক শূন্য ২ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ২১ শতাংশ, এস্কয়ার নিটের ৬ দশমিক ৫৭ শতাংশ, শিকদার ইন্স্যুরেন্সের ৬ দশমিক শূন্য ৩ শতাংশ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ দশমিক ৮৬ শতাংশ দাম কমেছে।

এমএএস/এমএইচআর/এমএস

Read Entire Article