পাঁচে পাঁচ মোহামেডানের

2 weeks ago 18

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৫ ম্যাচের ৫টিতেই জিতলো মোহামেডান। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের রানার্সআপ দলটি। আজ শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান।

চোটের কারণে এ ম্যাচে ছিলেন না মোহামেডানের আক্রমণভাগের প্রাণভোমরা অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তার অনুপস্থিতি গোলের জন্য ভুগিয়েছে সাদা-কালোদের। তবে শুরুর দিকে পাওয়া গোলটি ধরে রেখে আরও ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল। ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ৯।

ম্যাচের ১৭ মিনিটে ঘানার আরনেস্ট বোয়েটেং বক্সের মধ্যেই আড়াআড়ি ক্রস করেন। প্রথম পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন নাইজেরিয়ান এমানুয়েল সানডে। ৫৪ মিনিটে ফর্টিসের আবদুল্লাহ সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন। মোহামেডান ৬৫ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিল। আরিফ হোসেনের সাজিয়ে দেওয়া বলটি বাইরে মেরে নষ্ট করেন সানডে।

৬৬ মিনিটে ওমর সার মোহামেডানের জালে বল ঠেললেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধে মোহামেডানের ওপর রীতিমতো চাপই সৃষ্টি করেছিল ফর্টিস। তবে তাদের আক্রমণগুলো বারবারই প্রতিহত হয়েছে রক্ষণে এসে। মেহেদী হাসান, ইমানুয়েল টনি, মাহবুব হোসেনরা চমৎকার খেলেছেন। আরিফ দুর্দান্ত খেলেছেন এ ম্যাচে।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। ম্যাচের ৪২ মিনিটে ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেছেন শাকিল আলী। লিগে এটিই ঢাকা ওয়ান্ডারার্সের প্রথম জয়। আর টানা পাঁচ হারে পয়েন্ট তালিকার তলানিতেই পড়ে রইল চট্টগ্রাম আবাহনী।

আরআই/এমএইচ/এএসএম

Read Entire Article