পাংশায় ছাত্রলীগের সভাপতি জিয়াদসহ ৩ জন গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের কলিমহর ইউনিয়নের সভাপতি জিয়াদসহ ৩ জন গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম জানান পাংশা থানার মামলা নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-১৯৬, ধারা- 15(1)/15(3) The Special Powers Act, 1974; মামলার আসামী কলিমহর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মাশালিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জিয়াদ (৩২)। এ ছাড়াও গ্রেফতারী পরোয়ানা থাকায় যশাই ইউনিয়নে মেঘনা গ্রামের মঙ্গল প্রামাণিকের ছেলে উকিল প্রামানিক ও ১৫১ ধারায় হাবাসপুর চরপারা গ্রামের বারেক সরদারের ছেলে মিজান সরদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ডেবিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের কলিমহর ইউনিয়নের সভাপতি জিয়াদসহ ৩ জন গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম জানান পাংশা থানার মামলা নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-১৯৬, ধারা- 15(1)/15(3) The Special Powers Act, 1974; মামলার আসামী
কলিমহর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মাশালিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ জিয়াদ (৩২)।
এ ছাড়াও গ্রেফতারী পরোয়ানা থাকায় যশাই ইউনিয়নে মেঘনা গ্রামের মঙ্গল প্রামাণিকের ছেলে উকিল প্রামানিক ও ১৫১ ধারায় হাবাসপুর চরপারা গ্রামের বারেক সরদারের ছেলে মিজান সরদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
What's Your Reaction?