নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে শাহজাহান (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসায়ীরা ভিকটিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে হত্যা করেছে বলে জানিয়েছে পরিবার।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত (২৮ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের দুধঘাটা এলাকা থেকে ভিকটিমকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করা হয়েছিল।
নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন।
জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল হকের সঙ্গে পাওনা টকার লেনদেনের জেরে ঝামেলা চলছিল ভিকটিমের। এরই জের ধরে এই যুবককে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে তার রগ কেটে দেওয়া হয়।
নিহতের মা রিনা বেগম জানান, কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল হক পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পরে গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের বাড়ির সামনে রাসেল ও তার সহযোগী কমল হক, বিজয় ও ইমরানসহ ৮-১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠিয়ে দেয়। এরপর পর শাহজাহানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, পাওনা টাকার দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাত করেছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
মো. আকাশ/এফএ/এমএস