পাক-যুদ্ধবিমান ভূপাতিতের দাবিকে ‘বাকওয়াস’ বললেন মার্কিন বিশ্লেষক

3 months ago 9

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে ‘বাকওয়াস’ বা ‘নিরর্থক’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক ড. সি. ক্রিস্টিন ফেয়ার।

ভারতের সাংবাদিক করণ থাপারের সঞ্চালনায় ‘দ্য ওয়্যার’-এর ‘দ্য ইন্টারভিউ উইথ করণ থাপার’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। 

করণ থাপার তাকে প্রশ্ন করেন ভারতীয় বিমানবাহিনীর ডিরেক্টর জেনারেল অব এয়ার অপারেশনস এয়ার মার্শাল ভরতি সম্প্রতি যে দাবি করেছেন—তাতে ভারত নাকি একাধিক পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এমনকি তিনি উল্লেখ করেন, পাকিস্তানের চকলালা, রহিম ইয়ার খান, সরগোধা, জ্যাকবাবাদ ও ভোলারির বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে উপগ্রহ চিত্রে।

এর জবাবে ড. ফেয়ার বলেন, পাকিস্তানের বিমানঘাঁটিতে ভয়াবহ ধ্বংসের কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, পাকিস্তানের ২০ শতাংশ বিমানবাহিনী ধ্বংস হয়েছে—এই দাবি শুনে আমি হতবাক। আগে কখনো শুনিনি। এই দাবি মিথ্যা এবং অবিশ্বাস্য।

করণ থাপার যখন সরাসরি প্রশ্ন করেন, ভারতীয় বিমানবাহিনী বলছে যে তারা এক বা একাধিক পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে। আপনি এই দাবিকে কীভাবে দেখেন?—তখন ড. ফেয়ার বলেন, বাকওয়াস (নিরর্থক)। তিনি জোর দিয়ে বলেন, এমন কোনো প্রমাণ নেই।

চীনের তৈরি চেংদু জে-১০সি মডেলের যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান এয়ারফোর্স। তবে এই বিমান বা অন্য কোনো পাকিস্তানি জেট ভূপাতিত হয়েছে—এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে মন্তব্য বিশ্লেষকদের।
 

Read Entire Article