পাকিস্তান থেকে আসা জাহাজে কাঁচামাল ও ভোগ্যপণ্য
বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কনটেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে। এটিতে কী পণ্য আনা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। গতকাল চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, এমভি ইউয়ান জিয়ান ফা ঝং নামের জাহাজটিতে করে আমদানি পণ্যের ৩৭০ টিইইউএস (২০ ফুট সমমানের) কনটেইনার এসেছে। এগুলো চট্টগ্রাম বন্দরে নামানো হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে ৭৩ টিইইউএস, আর পাকিস্তান থেকে ২৯৭ টিইইউএস কনটেইনার। কাস্টমস সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে আনা কনটেইনারে রয়েছে শিল্পের