প্রথমবার হকির যুব বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল ওমানে খেলছে জুনিয়র এশিয়া কাপ। এরই মধ্যে মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাশে জিতেছে স্বাগতিকদের বিপক্ষে। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। এ ম্যাচ জিতলে যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের ।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে ওমান থেকে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক মেহরাব হাসান সামিন। তিনি আশাবাদী পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে অনেকদূর এগিয়ে যেতে পারবেন তারা। সম্ভাবনা অনেক উজ্জ্বল হবে।
জাগো নিউজ: ওমানকে হারিয়ে এশিয়ান কাপ শুরু করেছেন। এ জয় আপনাদের আত্মবিশ্বাস কতটা বাড়িয়েছে।
মেহরাব সামিন: ওমানের বিপক্ষে আগে যে দুটা ম্যাচ খেলে জিতেছিলাম। আমাদের সবার আত্মবিশ্বাস ছিল ওমানকে হারাবো। দলটির বিপক্ষে আমরা সব সময় ফাইট করে জিতি, এবারো ফাইট করে জিতেছি।
জাগো নিউজ: এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ এশিয়া কাপে খেলছে। ওই সময় কি ওমানের বিপক্ষে কোনো ম্যাচ হয়েছিল?
মেহরাব সামিন: না। তখন ওমান আমাদের গ্রুপে ছিল না। তাই কোনো খেলা পড়েনি ওদের বিপক্ষে।
জাগো নিউজ: প্রথম জয়টার পর নিজেদেরকে কোনো অবস্থানে দেখছেন?
মেহরাব সামিন: আসলে গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না আমরা কোন অবস্থায়। তবে এটা বলবো এ জয়টা আমাদের একটা ভালো অবস্থানে নিয়েছে। দেখা যাক বাকি ম্যাচগুলো।
জাগো নিউজ : দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে কি বলা যাবে বাংলাদেশ বিশ্বকাপের টিকিট পেয়ে যাচ্ছে?
মেহরাব সামিন: পাকিস্তানকে হারাতে পারলে আমাদের পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য খেলার সম্ভাবনা তৈরি হবে। আর তিনটি ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলতে পারবো। পঞ্চম বা ষষ্ঠ যে অবস্থানে থাকি না কেন আমাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত হতে পারে।
জাগো নিউজ: পাকিস্তানকে হারাতে আপনাদের কৌশল কী থাকবে?
মেহরাব সামিন: পাকিস্তানকে হারাতে হলে আমাদের অনেক ফাইট করতে হবে। ওমানকে হারানোর পর যে আত্মবিশ্বাস বেড়েছে তাতে আমরা মনে করি পাকিস্তানকে হারাতে পারবো। পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেলে কাজে লাগতে হবে। কোনো ভুল করা যাবে না।
জাগো নিউজ: প্রথম ম্যাচে জয় পেয়েছেন। ম্যাচটা কি আপনারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছিলেন। দলের পারফরম্যান্সে আপনি সন্তুষ্ট কিনা?
মেহরাব সামিন: ওমানের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্সে আমরা খুশি। নতুন একটা মাঠে খেলেছি। আমাদের এখন আরো উন্নতি করতে হবে। প্রথম ম্যাচে ছোটখাটো যে ভুলগুলো হয়েছে সেগুলো পরের ম্যাচে শোধরানোর চেষ্টা করবো।
জাগো নিউজ: পাকিস্তান দলটি কেমন? তাদের খেলা দেখেছেন?
মেহরাব সামিন: পাকিস্তান দলতো অবশ্যই ভালো। আগেরবার এশিয়া কাপে তারা রানার্সআপ হয়েছে। রাশিয়া যুব হকি দল ওমানে আছে। ওই দলের বিপক্ষে পাকিস্তান বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছে।
জাগো নিউজ: ওমানে গিয়ে আপনারা কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন?
মেহরাব সামিন: আমরা একটা ম্যাচ খেলেছিলাম কোরিয়ার বিপক্ষে। ২-১ গোলে হেরেছি। কোরিয়া দুই গোলে এগিয়ে গিয়েছিল। আমরা একটি গোল শোধ করেছি। ওই গোলটিও করেছিল রকি।
জাগো নিউজ: পাকিস্তান বুধবার প্রথম ম্যাচ খেলেছে চীনের বিপক্ষে। জিতেছে ৭-২ গোলের বিশাল ব্যবধানে। আপনারা ম্যাচটি দেখেছেন?
মেহরাব সামিন: মাঠে গিয়ে ম্যাচটি দেখিনি। হোটেলে বসে টিভিতে দেখেছি। কারণ, হোটেল থেকে মাঠ অনেক দূরে।
জাগো নিউজ: ধন্যবাদ।
মেহরাব সামিন: আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/