পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিসা জট যেন ধীরে ধীরে বড় আকার নিচ্ছে। পাকিস্তান–বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র দলের চার ক্রিকেটারের পর এবার একই সমস্যায় পড়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদ। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তাদের ভিসা পেতে দেরি হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। এই জটিলতার কারণে নির্ধারিত সময় অনুযায়ী ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দুজনই। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র দলের পাকিস্তান–বংশোদ্ভূত চার ক্রিকেটার—আলি খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন ও এহসান আদিল—ভারতের ভিসা না পাওয়ায় আলোচনার জন্ম দেয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার ইংল্যান্ড শিবিরেও দেখা দিল একই ধরনের সমস্যা। তবে বিষয়টি নিয়ে আশাবাদী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ড সূত্র জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা আবেদনে আপত্তি নেই—এমন আশ্বাস তারা পেয়েছে। কেবল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বিলম্ব হচ্ছে। পরিস্থিতি দ্রুত সমাধানে যুক্তরাজ্য সরকারের সহায়তাও চাওয়া

পাকিস্তান–বংশোদ্ভূতদের পর এবার ভিসা সংকটে ইংল্যান্ডের দুই ক্রিকেটার

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ভিসা জট যেন ধীরে ধীরে বড় আকার নিচ্ছে। পাকিস্তান–বংশোদ্ভূত যুক্তরাষ্ট্র দলের চার ক্রিকেটারের পর এবার একই সমস্যায় পড়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার আদিল রশিদ ও রেহান আহমেদ। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তাদের ভিসা পেতে দেরি হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

এই জটিলতার কারণে নির্ধারিত সময় অনুযায়ী ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দুজনই। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র দলের পাকিস্তান–বংশোদ্ভূত চার ক্রিকেটার—আলি খান, শায়ান জাহাঙ্গীর, মোহাম্মদ মহসিন ও এহসান আদিল—ভারতের ভিসা না পাওয়ায় আলোচনার জন্ম দেয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার ইংল্যান্ড শিবিরেও দেখা দিল একই ধরনের সমস্যা।

তবে বিষয়টি নিয়ে আশাবাদী ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ড সূত্র জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে আদিল রশিদ ও রেহান আহমেদের ভিসা আবেদনে আপত্তি নেই—এমন আশ্বাস তারা পেয়েছে। কেবল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে বিলম্ব হচ্ছে। পরিস্থিতি দ্রুত সমাধানে যুক্তরাজ্য সরকারের সহায়তাও চাওয়া হয়েছে।

বর্তমানে আদিল রশিদ খেলছেন দক্ষিণ আফ্রিকার এসএ২০ তে, আর রেহান আহমেদ ব্যস্ত অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। ভিসা জট কাটলেই তারা সরাসরি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচের আগেই দুজনই দলের সঙ্গে যুক্ত হবেন—এমনটাই ইসিবির প্রত্যাশা।

এর পাশাপাশি বিশ্বকাপ সূচি নিয়েও তৈরি হয়েছে আরেকটি জটিলতা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর মধ্যে প্রশাসনিক টানাপোড়েন চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কা–তে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। আইসিসি একবার সেই প্রস্তাব নাকচ করলেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি নয় বিসিবি।

সব মিলিয়ে, মাঠের লড়াই শুরুর আগেই ভিসা ও ভেন্যু–সংক্রান্ত জটিলতায় বাড়ছে বিশ্বকাপের উত্তাপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow