পাকিস্তানিদের ভর্ৎসনা মোদির, যুদ্ধের হুমকি

2 months ago 45
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি পাকিস্তানিদের ভর্ৎসনার পাশাপাশি ফের যুদ্ধের হুমকি দেন।  সোমবার (২৬ মে) গুজরাটের ভুজে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেন, ‘শান্তিতে জীবনযাপন করুন, রুটি খান। নয়তো আমার গুলি তো আছেই।’ তিনি আরও বলেন, কেবল পাকিস্তানের জনগণই তাদের দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পারে। আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই—সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আপনারা কোথায় আছেন? মোদি বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে। তাদের তরুণদের এগিয়ে আসতে হবে। মোদির মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যেরই পরিপূরক। এস জয়শঙ্কর বলেন, পাকিস্তানে সন্ত্রাসবাদ একটি উন্মুক্ত ব্যবসা; যা রাষ্ট্র ও তার সামরিক বাহিনী দ্বারা অর্থায়ন, সংগঠিত এবং ব্যবহৃত হয়। তিনি বলেন, যারা অন্ধ নয়, তারা স্পষ্ট দেখতে পায় যে সন্ত্রাসী সংগঠনগুলো পাকিস্তানের শহর ও গ্রাম থেকে প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে। এটা কোনো গোপন বিষয় নয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় পাকিস্তানি নাম ও স্থানে ভরপুর। এই স্থানগুলোই আমরা লক্ষ্যবস্তু করেছি। তাই ভাববেন না যে কিছু শুধু পর্দার আড়ালে চলছে। এর আগে এক সমাবেশে মোদি বলেছিলেন, আমার শিরায় রক্ত নয়, সিঁদুর ফুটছে। তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র ২২ মিনিটে ভারত প্রতিশোধ নিয়েছে।
Read Entire Article