পাকিস্তানে জার্মান কূটনীতিকের মৃতদেহ উদ্ধার

1 day ago 4
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সোমবার (৬ জানুয়ারি) ৫৮ বছর বয়সী জার্মান কূটনীতিক টমাস জার্গেন বিলেফেল্ডের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  পাকিস্তানের পুলিশ জানিয়েছে, তার লাশ ইসলামাবাদের নিরাপদ এলাকাতে অবস্থিত ‘কারাকোরাম হাইটস’ নামক একটি ভবনের বাসভবনে পাওয়া যায়। খবর ডন। টমাস জার্গেন বিলেফেল্ড জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে কাজ করছিলেন। পুলিশ জানায়, তার চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল, যা মৃত্যুর রহস্যের সঙ্গে জড়িত হতে পারে। পুলিশের বরাতে জানা যায়, সোমবার টমাস অফিসে আসেননি এবং তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে, দূতাবাসের কর্মকর্তারা তার বাসায় গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন, তখন তারা তাকে মৃত অবস্থায় পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তার মরদেহ স্থানীয় পলিক্লিনিক হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, টমাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তার মৃত্যুর কারণ হিসেবে সেই রোগের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ নিশ্চিতভাবে বলতে পারেনি, তিনি ঠিক কবে মারা গেছেন। পুলিশ আরও জানিয়েছে, টমাস শনিবার রাত ৭:৪৪ মিনিটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিলেন। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় জার্মান দূতাবাসের মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ বিস্তারিত জানার চেষ্টা করছে।
Read Entire Article