পাকিস্তানে নিয়ন্ত্রণে আসছে না সাম্প্রদায়িক সহিংসতা, নিহত বেড়ে ১৩০

2 months ago 33

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় কোনোভাবেই থামছে না সাম্প্রদায়িক সহিংসতা। থেমে থেমে চলছে শিয়া ও সুন্নি সম্প্রাদায়ের মধ্যে সংঘর্ষ। এতে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। যদিও এরই মধ্যে দুই পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। তারপর চলছে হামলা পাল্টা হামলা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা হামলা পাল্টা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ দুই পক্ষের মধ্য বিদ্যমান সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে।

মূলত শিয়া মুসলিমদের একটি গাড়ী বহরে এক বন্দুকধারীর হামলায় ৪০ জন নিহত হওয়ার পর শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে।

কুররাম এলাকাটির সঙ্গে আফগানিস্তানের কয়েকটি প্রদেশের সীমান্ত আছে। আফগানিস্তানের ওই এলাকাতেও শিয়া বিরোধী বিভিন্ন গোষ্ঠী সক্রিয় আছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

 

Read Entire Article