পাকিস্তানের এফ-১৬ ভূপাতিত করার দাবি ভারতের

4 months ago 46

পাল্টা হামলা শুরু পাকিস্তানের। কিন্তু ভারত বলছে, হামলা করতে গিয়ে উল্টো বিপাকে পড়েছে ইসলামাবাদ। দেশটির একের পর এক মিসাইল আর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত। তবে সবচেয়ে বড় দাবি বোধহয়, এফ-১৬ যুদ্ধবিমান নিয়েই করেছে নয়াদিল্লি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সুপারসনিক এই ফাইটার জেট ভূপাতিত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বৃহস্পতিবার (০৮ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ভূপাতিত করা হয়েছে সুপারসনিক জেটটি। ওই এফ-১৬টি পাকিস্তানের সারগোদা বিমানঘাঁটি উড্ডয়ন করে। এটি পাকিস্তানি বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ একটি বিমানঘাঁটি। তবে উড্ডয়নের পর পরেই সারগোদা বিমানঘাঁটির কাছে ওই জেটকে ভূপাতিত করার দাবি করেছে ভারত।

এর আগে ভারতের জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে একযোগে হামলা শুরু করেছে পাকিস্তান। এর পর পরই এই অঞ্চলগুলো সাইরেন বেজে ওঠে। আর পুরো এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া হয়। জম্মুর আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বেজে ওঠার খবর জানায় ভারতীয় গণমাধ্যম। তারা জানায়, পাকিস্তানের দিক আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গেছে।

Read Entire Article