ওমানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জুনিয়র এশিয়া কাপ হকি শুরুর পর বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করতে পাকিস্তানের বিপক্ষে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। তবে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের যুব দল যে কতটা শক্তিশালী সেটা তারা প্রথম ম্যাচে প্রমাণ করেছে চীনের জালে ৭ গোল দিয়ে।
বাংলাদেশ কোচ মওদুদুর রহমান শুভ এবং অধিনায়ক সামিনও বলেছিলেন পাকিস্তান অত্যন্ত শক্তিশালী দল। এ দলের বিপক্ষে ভালো কিছু করতে হলে নিজেদের যোগ্যতার সামর্থ্যের চেয়েও ভালো খেলতে পারবে। সেটা সম্ভব হয়নি লাল-সবুজ জার্সিধারী যুবাদের। বাংলাদেশকে অর্ধডজন (৬-০) গোলে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে পাকিস্তানের যুবারা।
ওমানের মাসকাটে পাকিস্তাকে প্রথম কোয়ার্টারে আটকে রাখা গেলেও ২৩ মিনিটে দুই গোল দিয়ে তারা লিড নেয় ২-০ তে। সুফিয়ান খান ও মোহাম্মদ আমাদের গোলের পরই বাংলাদেশ ব্যাকফুটে চলে যেতে থাকে। শেষ পর্যন্ত পাকিস্তান দল আরো চারটি গোল আদায় করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
তৃতীয় কোয়ার্টারে আরো দুই গোল করেন সুফিয়ান খান। পাকিস্তান ব্যবধান বাড়িয়ে নেয় ৪-০ গোলে। শেষ কোয়ার্টারে রানা ওয়ালিদ ও জাকারিয়া হায়াতের গোলে পাকিস্তানের জয় আসে ৬-০ গোলে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মালয়েশিয়ার সঙ্গে গ্রুপের শীর্ষে পাকিস্তান। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বাংলাদেশ। শনিবার মালয়েশিয়া ও রোববার চীনের বিপক্ষে ম্যাচের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য। বাকি দুই ম্যাচের একটি জিতলে পারলেও বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে। দুই ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট।
আরআই/আইএইচএস/