পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের একই পরিবারের তিনজন আহত: এনডিটিভি

4 months ago 28

পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।

এনডিটিভি জানায়, শুক্রবার সন্ধ্যার পর ভারতের উত্তরাঞ্চলে ড্রোন হামলা শুরু করে পাকিস্তান।

বর্তমানে যে হাসপাতালে তিনজন চিকিৎসাধীন সেখানকার চিকিৎসক কামাল বাগি বলেন, ড্রোন হামলায় তিনজন আহত হয়েছেন। এক নারীর অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। সবারই চিকিৎসা চলছে।

ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভুপিন্দর সিং বলেন, আমরা তিনজনের আহত হওয়ার খবর পেয়েছি। তারা দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএ/এমআইএইচএস

Read Entire Article