পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

1 month ago 11

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তারকা পেসার আলজেরি জোসেফকে। দুই সিরিজ পর দলে ফিরেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড।

আলজেরি জোসেফ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে ছিলেন। যে সিরিজে ২-১ ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে শেফার্ড সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বর। চলতি বছর ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না এই অলরাউন্ডার।

আলজেরির অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার জেদিয়াহ ব্লেডস। ২৩ বছর বয়সী এই পেসার এর আগে দলের হয়ে মাত্র একটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলেছেন।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি শুরু হবে ৮ আগস্ট। পরের দুই ম্যাচ ১০ এবং ১২ আগস্ট। সবগুলো ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড
শাই হোপ (অধিনায়ক), জোয়েল এন্ড্রু, জেদিয়াহ ব্লেডস, কিয়েচি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্দে, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গলো, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

এমএমআর/এমএস

Read Entire Article