পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (১২ আগস্ট) ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়রা পেল রেকর্ড ব্যবধানের জয়—২০২ রানে উড়িয়ে দিল বাবর-রিজওয়ানদের।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ জয় ছিল ২০১৫ সালে ক্রাইস্টচার্চে ১৫০ রানের ব্যবধানে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল তারা।
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের জয়
- ২০২ রান – তারোবা, ২০২৫
- ১৫০ রান – ক্রাইস্টচার্চ, ২০১৫
- ১৩৩ রান – সিডনি, ১৯৯২
- ১২৪ রান – ডারবন, ১৯৯৩
- ১১০ রান – শারজাহ, ২০০২
এই জয় শুধু রেকর্ডই নয়, বরং পাকিস্তানের বিপক্ষে টানা ১০টি সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে সিরিজ জয়। সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা, যেখানে দ্বিতীয় ম্যাচটি টাই হয়েছিল।
ম্যাচের চিত্র
সিরিজ নির্ধারণী এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ খেলেন দুর্দান্ত ৯৪ বলে ১২০ রানের ইনিংস, যেখানে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। জাস্টিন গ্রিভস ২৪ বলে ৪৩ রান করে হোপের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন। এ ছাড়া এভিন লুইস করেন ৩৭ ও রস্টন চেজ করেন ৩৬ রান।
জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ২৯.২ ওভারে ৯২ রানে অলআউট হয় তারা। অধিনায়ক সালমান আলি আঘা সর্বোচ্চ ৩০ রান করেন, মোহাম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ২৩ রানে। হাসান নবাজ যোগ করেন ১৩ রান। তবে ওপেনার সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও আব্রার আহমেদ শূন্য রানে ফেরেন।
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যে শেষ হলো সফরকারীদের ক্যারিবীয় মিশন।