পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ভারত

2 hours ago 1
সাম্প্রতিক সময়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান। একপেশে ম্যাচে পরাজয়ই যেন সঙ্গী তাদের। শক্তিশালী ভারত গ্রুপ পর্বের ম্যাচে হেসেখেলে হারিয়েছে পাকিস্তানকে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আবারও মুখোমুখি হবে এই দুই দল। তবে তার আগে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা লেগেছে।  ওমান ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান ভারতীয় স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ম্যাচের ১৫তম ওভারে ওমানের হাম্মাদ মির্জার উড়িয়ে মারা বল তালুবন্দি করতে যান অক্ষর। শরীরের ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান এবং মাটির সঙ্গে মাথায় সংঘর্ষ হয়। ভারতীয় দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান। এরপর আর মাঠে নামা হয়নি অক্ষরের। ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, অক্ষর ভালো আছেন। তবে পাকিস্তানের ম্যাচের আগে সময় কম থাকায় তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।  ব্যাট হাতে ওমানের বিপক্ষে দারুণ ইনিংস খেলেন অক্ষর। পাঁচ নম্বরে নেমে ১৩ বলে ২৬ রান করেন তিনি। সঞ্জু স্যামসনের (৫৬) সঙ্গে চতুর্থ উইকেটে ৪৫ রানের ঝোড়ো জুটি গড়েছিলেন চোটে পড়া অক্ষর।  অক্ষর না খেললে ভারতকে তৃতীয় স্পিনারের কাজটা সারতে হবে পার্ট টাইমার অভিষেক শর্মাকে দিয়ে। যদি গুরুতর চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই অক্ষর ছিটকে যায় সেক্ষেত্রে স্ট্যান্ডবাই লিস্টে থাকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং রিয়ান পরাগের কাউকে কাউকে মূল স্কোয়াডে নেওয়া হতে পারে। 
Read Entire Article