পাকিস্তানের হামলায় ভারতশাসিত কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।
ওমর আব্দুল্লাহ বলেন গতকালই উপ-মুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী আরও বলেন, আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত হেনেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে। এতে রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি
এমএসএম