পাটক্ষেতে মানুষের হাড়গোড়ের সন্ধান

2 months ago 41
মেহেরপুরের গাংনীতে একটি পাটক্ষেত থেকে মানুষের দেহের বিভিন্ন অংশের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। পাটক্ষেতে পড়ে থাকা হাড়গোড় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।‌ শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার মমিনপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে হাড়গোড় উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মমিনপুর গ্রামের মাঠের একটি পাটক্ষেতের মধ্যে মানুষের হাতের হাড়ের অংশবিশেষে সন্ধান মেলে। তা দেখতে জড়ো হয় আশপাশের গ্রামের হাজারো উৎসুক মানুষ। একপর্যায়ে ওই ক্ষেতের আশপাশের ক্ষেত থেকে কোমর এবং হাতের হাড়ের অংশ বিশেষ পাওয়া যায়। তবে এ হাড় কোথা থেকে এলো তা এখনো নিশ্চিত হতে পারছে না এলাকাবাসী।  গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, ঘটনাস্থল থেকে হাড়ের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে। 
Read Entire Article