পাটুখালী পায়রা যুব সংঘের ঈদ সামগ্রী বিতরণ

2 days ago 13

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন পাটুখালী পায়রা যুব সংঘ। সংগঠনটি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। 

বোরবার (৩০ মার্চ) পাটুখালীতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতকাটা সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনের সভাপতি ও উপদেষ্টাসহ অন্যান্য সদস্যরা। তারা জানান, এবারের ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমের আওতায় ৪০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে সাবান, চিনি, সেমাই, দুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়েছে, যাতে সুবিধাভোগীরা ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন। 

সংগঠনের সভাপতি আল আমিন দফাদার বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া। আমরা চাই, সবাই যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব। 

সংগঠনের উপদেষ্টা তোফায়েল হোসেন মৃধা বলেন, আমাদের সংগঠন সবসময় মানবতার সেবায় কাজ করে। ঈদের সময় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 

স্থানীয়রা পাটুখালী পায়রা যুব সংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এ ধরনের সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। 

পাটুখালী পায়রা যুব সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এজন্য সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Read Entire Article