পাটুরিয়া-আরিচা ফেরি চলাচল বন্ধ, যানবাহনের দীর্ঘ সারি

3 hours ago 6

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে মধ্যরাতের দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা রোধে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এমনকি তীব্র শীতে রাতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জাগো নিউজকে বলেন, দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

মো. সজল আলী/জেডএইচ/জিকেএস

Read Entire Article