পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন (ব্রিজের পূর্ব পাশে) পাথরঘাটা-কাকচিরা সড়কে এই অভিযান পরিচালিত হয়। চেকপোস্টে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান সুজয়। অভিযানে নৌবাহিনীর বিভিন্ন পদবির ১৬ সদস্যের দুটি সেকশন এবং পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসানসহ ৫ জন পুলিশ সদস্য অংশ নেন। চেকপোস্ট চলাকালে মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এর পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়। অভিযান চলাকালে মোট ১৯৫টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ১৯৩টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার ছিল। আইন অমান্য করায় ১টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয় এবং ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সর্বমোট ৮টি মামলার বিপরীতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ নৌবাহিন

পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান

বরগুনার পাথরঘাটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন (ব্রিজের পূর্ব পাশে) পাথরঘাটা-কাকচিরা সড়কে এই অভিযান পরিচালিত হয়।

চেকপোস্টে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান সুজয়। অভিযানে নৌবাহিনীর বিভিন্ন পদবির ১৬ সদস্যের দুটি সেকশন এবং পাথরঘাটা থানা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মেহেদী হাসানসহ ৫ জন পুলিশ সদস্য অংশ নেন।

চেকপোস্ট চলাকালে মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এর পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরীক্ষা এবং সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়।

অভিযান চলাকালে মোট ১৯৫টি যানবাহন তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ১৯৩টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার ছিল। আইন অমান্য করায় ১টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয় এবং ৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সর্বমোট ৮টি মামলার বিপরীতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান সুজয় জানান, চেকপোস্ট চলাকালে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow