পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে ৩শ ভেড়ার মৃত্যু, নিঃস্ব খামারি

3 months ago 10
ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরে জোয়ারের পানিতে ডুবে এবং কুকুরের আক্রমণে প্রায় তিন শতাধিক ভেড়া মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন। মঙ্গলবার (১৭ জুন) রাতে নদীতে হঠাৎ প্রবল জোয়ারের তীব্রতায় বাঁশ ও টিনের তৈরি ভেড়ার টং ঘর ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে মারা যায় বেশিরভাগ ভেড়া। যেগুলো কোনোভাবে তীরে উঠে আসে, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কুকুর। কুকুরের কামড়ে মৃত্যু হয় আরও অনেক ভেড়ার।  উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে বাদামতলী দাসপাড়ার বাসিন্দা ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভেড়াগুলোকে নিরাপদে বাঁশের টংয়ে উঠানো হয়েছিল। কিন্তু রাতের জোয়ারে হঠাৎ টং ঘরের একপাশ ভেঙে গেলে বেশিরভাগ ভেড়া পানিতে ডুবে যায়। কিছু ভেড়া তীরে উঠলেও আশপাশের কুকুর তাদের কামড়ে মেরে ফেলে। তিনি বলেন, সব শেষ হয়ে গেল আমার। আমার প্রায় তিনশ ভেড়া ছিল, সব পানিতে ডুবে আর কুকুরে কামড়ে মারা গেছে। প্রায় সাড়ে উনিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নি:স্ব হয়ে গেলাম। সরকারি বা বেসরকারি সাহায্য না পেলে আর উঠে দাঁড়াতে পারব না। সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেভু লাল দত্ত বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং খামার পরিদর্শন করার প্রস্তুতি চলছে। ক্ষয়ক্ষতির একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। খামারিকে সহায়তার বিষয়ে আমরা চেষ্টা করব।
Read Entire Article