পানিতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু

4 months ago 14

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) বেলা দেড়টায় উপজেলার কাঁচপুরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বেহাকৈর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- বেহাকৈর নয়াপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে হাবিবুর (৮) ও একই এলাকার হানিফোর ছেলে জুনায়েদ (৬)।

জানা গেছে, ফুটবল নিয়ে খেলার সময় শিশুদের বল পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। সেই বল পানি থেকে তুলতে পুকুরে নেমে দুই শিশু ডুবে যায়। এক নারী দেখতে পেয়ে উভয়ের পরিবারকে বিষয়টি জানান। এরপর আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা শিশুদের উদ্ধার করে তাৎক্ষণিক কাঁচপুরের মর্ডান হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ওই হাসপাতালে ভর্তি না নিয়ে অন্য হাসপাতালের নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর মদনপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, তাদের কাছে এমন কোনো খবর দেওয়া হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

মো. আকাশ/এমএন/এমএস

Read Entire Article