চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দেবপাহাড় এলাকার একটি বাসা থেকে কক্সবাজার আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক এড়াতে তিনি বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ছোট বোন।
চকবাজার থানার এসআই হুমায়ুন কবির কালবেলাকে বলেন, আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আটক এড়াতে তিনি পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, আটক মহিলা নেত্রীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।