পাবনা-৩ বিএনপির মনোনয়ন পত্র জমা দিলেন হাসান জাফির

পাবনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রাপ্ত কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্ত দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটের ব্যাবধানে আমার প্রাণপ্রিয় দল বিএনপি সরকার গঠন করবে। তবে এখনও যারা দলের বাইরে আছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের আমি অনুরোধ করছি আপনারা দলের স্বার্থে ধানের শীষের পক্ষে কাজ করুন। আর যদি কোন ব্যক্তি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের বিপক্ষে অবস্থান নেন, তবে দলের হাইকমান্ড অবশ্যই আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বি

পাবনা-৩ বিএনপির মনোনয়ন পত্র জমা দিলেন হাসান জাফির

পাবনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রাপ্ত কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সমস্ত দেশের মানুষ আগামী ১২ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটের ব্যাবধানে আমার প্রাণপ্রিয় দল বিএনপি সরকার গঠন করবে। তবে এখনও যারা দলের বাইরে আছেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের আমি অনুরোধ করছি আপনারা দলের স্বার্থে ধানের শীষের পক্ষে কাজ করুন। আর যদি কোন ব্যক্তি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের বিপক্ষে অবস্থান নেন, তবে দলের হাইকমান্ড অবশ্যই আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল ইসলাম মাহমুদ, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow