পাবনার বেড়া উপজেলার আমিনপুরে পেঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 
বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের ছোট নওগাঁ এলাকার কাজিরহাট-কাশিনাথপুর সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানা পুলিশের ওসি গোলাম মোস্তফা।
নিহতরা হলেন, ওই এলাকার জাতসাখিনী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো. মুন হোসেন (২২) ও সন্ন্যাসী বাঁধা এলাকার আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌরভ ও মুন মোটরসাইকেলে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে নগরবাড়ি যাচ্ছিলেন। তারা ছোট নওগাঁ গ্রাম এলাকায় পৌঁছালে নগরবাড়ি থেকে কাজিরহাটগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক মুন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। সৌরভ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি গোলাম মোস্তফা বলেন, ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর হোসাইন নাবিল/এফএ/এএসএম

 4 months ago
                        77
                        4 months ago
                        77
                    








 English (US)  ·
                        English (US)  ·