পাবিপ্রবি ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি দেবে না শিবির

3 months ago 45

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনী সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেছেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে না ছাত্র শিবির। তবে ক্যাম্পাসের বাইরে শিবিরের কার্যক্রম চলমান থাকবে। ক্যাম্পাসে যদি পুনরায় রাজনীতি চালু হয় তাহলে কর্মকাণ্ড পরিচালনা করবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আজিজুর রহমান আজাদ বলেন, রাজনীতি করা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। এ অধিকার খর্ব করার অধিকার কারো নাই। প্রত্যেকটা মানুষ তার ভেতরে একটা আদর্শ লালন করবে এটাই স্বাভাবিক। সেই আদর্শকে আইন করে মুছে ফেলা সম্ভব নয়। পাবিপ্রবিতে যেহেতু রাজনীতি বন্ধ রয়েছে তাই আমরা এ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি পালন করবো না। আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান করি।

তিনি বলেন, পড়াশোনার বিকল্প নাই। তবে পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। দক্ষতা উন্নয়ন ছাড়া বর্তমান পৃথিবীতে টিকে থাকা কঠিন।

পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোহাইমেনুল ইসলাম।

আরএইচ/জেআইএম

Read Entire Article