পাম্পে শ্রমিক হত্যার অভিযোগ, ‘সুজন যুবদলের কেউ নয়’
রাজবাড়ীতে ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াকে কেন্দ্র করে গাড়িচাপা দিয়ে এক শ্রমিককে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. আবুল হাসেম সুজন যুবদলের কেউ নয় বলে দাবি করেছে রাজবাড়ী জেলা যুবদল। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মো. আবুল হাসেম সুজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফিলিং স্টেশনে গাড়িচাপা দিয়ে হত্যার যে অভিযোগ উঠেছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হচ্ছে। যা প্রকৃতপক্ষে সঠিক নয়। সুজন ব্যক্তিগত কারণে আজ থেকে প্রায় ৭ বছর আগে অর্থাৎ ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। তৎকালীন সময়ে এই সংবাদটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর থেকে যুবদলের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে খায়রুল আনাম বকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোনো ধরনের অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ৭ বছর আগে পদত্যাগ
রাজবাড়ীতে ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াকে কেন্দ্র করে গাড়িচাপা দিয়ে এক শ্রমিককে হত্যার ঘটনায় অভিযুক্ত মো. আবুল হাসেম সুজন যুবদলের কেউ নয় বলে দাবি করেছে রাজবাড়ী জেলা যুবদল।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল (ভিপি বকুল)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, মো. আবুল হাসেম সুজন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফিলিং স্টেশনে গাড়িচাপা দিয়ে হত্যার যে অভিযোগ উঠেছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হচ্ছে। যা প্রকৃতপক্ষে সঠিক নয়। সুজন ব্যক্তিগত কারণে আজ থেকে প্রায় ৭ বছর আগে অর্থাৎ ২৮ জানুয়ারি ২০১৯ তারিখে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। তৎকালীন সময়ে এই সংবাদটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর থেকে যুবদলের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে খায়রুল আনাম বকুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোনো ধরনের অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। ৭ বছর আগে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয় দিয়ে সংবাদ প্রচার করা বিভ্রান্তিকর। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত করে যেন প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।
জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুব দলের আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী পৌর যুব দলের আহ্বায়ক, শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুব দলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, গাজী মাসুদ, সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খায়রুল ইসলাম খাইরু, পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম মিঠুসহ এ সময় জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?