পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর বিষপান

3 months ago 67

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ মে) সকালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২৫ তে) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন কুড়ের পাড় এলাকার নান্নু মিয়ার ছেলে আল আমিন (৩৫) এবং তার স্ত্রী একই ইউনিয়নের ইদ্রিস মিয়ার মেয়ে জরিনা বেগম (৩০)। 

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৪ বছর আগে জরিনার সঙ্গে আল আমিনের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। অভাব-অনটনের সংসারের সচ্ছলতা ফেরাতে জরিনা কিস্তিতে টাকা এনে আল আমিনকে অটোরিকশা কিনে দেয়। সম্প্রতি সে অটোরিকশাটির আয় পরিবারের দিচ্ছিল না। পরে জানা যায় আল আমিন তার স্ত্রী জরিনাকে না জানিয়ে অটোরিকশাটি বিক্রি করে দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। 

তারা আরও জানান, রোববার রাতে আল আমিন জরিনার ভাইকে ফোন করে জানায় জরিনা বিষপান করে অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে আনার পথে সে মারা গেছে। এ সময় আল আমিনও বিষপান করেছে বলে জানায়। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। 

আশুগঞ্জ থানার ওসি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করেছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

Read Entire Article