পার্ক দখলমুক্তের দাবিতে ডিএনসিসির সামনে পরিবেশবাদীদের অবস্থান

3 weeks ago 15

শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কসহ সব মাঠ, পার্ক-ক্লাবের জায়গা দখলমুক্ত করার দাবিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বৃহস্পতিবার বিকেলে গুলশান-২ এর ডিএনসিসি নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনগুলো। 

এই কর্মসূচির আয়োজন করে- পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এইড ফাউন্ডেশন, আর্থ ফাউন্ডেশন, বারসিক, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, বিসিজিডি, ক্যাপস, সিএলপিএ, সিটিজেন নেটওয়ার্ক, ছায়াতল বাংলাদেশ, ভাস্, ডিডিপি, গ্রিন ফোর্স, কেএইচআরডিএস, মাস্তুল ফাউন্ডেশন, নাসফ, নাটাব, এনডিএফ, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটি, পরিবেশ বীক্ষণ, তেঁতুলতলা মাঠ বাঁচাও আন্দোলন এবং ডব্লিউবিবি ট্রাস্ট।

কর্মসূচি থেকে বক্তারা বলেন, শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি মাঠ ও পার্ক গুলশান ইয়ুথ ক্লাবের দখল থেকে মুক্ত ও রক্ষা করা হোক। শহীদ তাজউদ্দীন আহমেদের নামে গুলশানে ১০৯ নম্বর রোডের মাঠ ও পার্কের নামকরণ করে সরকার। এ মাঠ ও পার্কটি সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। বর্তমানে গুলশান ইয়ুথ ক্লাবের নামে কতিপয় ব্যক্তি মাঠ ও পার্কটি দখল করে রেখেছে। তারা ডিটেইল এরিয়া প্ল্যান, মাঠ, পার্ক জলাধার আইন, পরিবেশ আইন লঙ্ঘন করে অবকাঠামো তৈরি করছে। মাঠে ও পার্কে উন্মুক্ত জায়গা নেট দিয়ে ঘেরাও করেছে। শিশু ও সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হয় না। মাঠটি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিচ্ছে, ফলে সাধারণ মানুষ খেলাধুলা করতে পারছে না।

তারা আরও বলেন, আমাদের দাবি মাঠ রক্ষা ও ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করতে হবে। মাঠ সিটি করপোরেশনের অধীন পরিচালিত হতে হবে। এ মাঠ-ক্লাবকে ব্যবস্থাপনার জন্য দেওয়া যাবে না। মাঠ ও পার্কে স্থাপিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। মাঠে কোনো বাণিজ্যিক কার্যক্রম করতে দেওয়া যাবে না।

বক্তারা বলেন, ঢাকা মহানগরে বিদ্যমান সব পার্ক ও খেলার মাঠের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, অনতিবিলম্বে পার্ক ও খেলার মাঠে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ এবং বিদ্যমান পার্ক, খেলার মাঠে সর্বসাধারণের প্রবেশাধিকার নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাই মাঠে শিশুসহ সাধারণ নাগরিকদের প্রবেশ করতে দিতে হবে। মাঠে অপারেটর নিয়োগের সব চুক্তি বাতিল করতে হবে। গুলশান ইয়ুথ ক্লাবটি এখান থেকে উচ্ছেদ করে মাঠের মূল ভবনের কক্ষগুলোতে লাইব্রেরি করতে হবে।

কর্মসূচিতে যোগ দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান ও পরিবেশবিদ অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, অনেক পার্ক দখল হয়ে আছে। ঢাকা শহরের মাঠগুলো বিভিন্ন ক্লাবের নামে দখল হয়ে যাচ্ছে কিন্তু সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কের অপারেট গুলশান ইয়ুথ ক্লাব মাস্টার প্ল্যান ভঙ্গ করে অবকাঠামো তৈরি করেছে। তারা নানাভাবে সাধারণ নাগরিকদের প্রবেশ বন্ধ করেছে, বাণিজ্যিকভাবে স্থানটি ব্যবহার করছে। এসব পার্ক সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে।

Read Entire Article