পার্থ টেস্টের প্রথম দিনে যত রেকর্ড

2 months ago 32

পার্থে দাপট দেখাবেন পেসাররা, এটি ছিল অনুমিতই। খেলা শুরু হতেই অক্ষরে অক্ষরে প্রমাণ মিললো। অসি পেসারদের তোপে ব্যাট করতে নেমে ১৫০ রানে অলআউট হয়ে গেল ভারত। এরপর ভারতীয় পেসারদের আগুনঝরা বোলিংয়ে সর্ষে ফুল দেখলো অস্ট্রেলিয়ার ব্যাটাররাও।

ধুঁকতে ধুঁকতে ৭ উইকেটে ৬৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ১৯ রানে অ্যালেক্স কেরে ও ৬ রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক।

অর্থাৎ পার্থে প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। যার সবগুলোই নিয়েছেন পেসাররা। দুই দল মিলে রান করেছে ২১৭। এতে ট্স্টে ক্রিকেটে নতুন করে যুক্ত হয়েছে এককাঁড়ি রেকর্ড।

এক নজরে দেখে নেওয়া যাক, পার্থে প্রথম দিনে কী কী রেকর্ড হলো।

১৫০

অস্ট্রেলিয়ার মাটিতে গেল ২৪ বছর পর এই প্রথম এত কম রানে অলআউট হলো ভারত। এর আগে ২০০০ সালে সিডনিতে ১৫০ রানে অলআউট হয়েছিল তারা। সব মিলিয়ে এ নিয়ে ৬ বার অস্ট্রেলিয়ায় ২০০ রানের আগে গুটিয়ে গেল ভারত।

৪৯.৪

বিদেশের মাটিতে নবমবারের মতো টেস্টের প্রথম দিনেই অলআউট হয়েছে ভারত। কিন্তু এবারের মতো এত কম বল খেলে গুটিয়ে যাওয়ার রেকর্ড ছিল না তাদের। আজ শুক্রবার পার্থে অসি পেসারদের তোপের মুখে মাত্র ৪৯.৪ ওভার টিকতে পেরেছে ভারত।

পার্থে গোল্ডেন ডাক (১ বলে ০) মেরেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। এ নিয়ে মাত্র দ্বিতীয়বার টেস্টে গোল্ডেন ডাক মারলেন তিনি। এর আগে ২০১৪ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ বলে ০ রানে আউট হয়েছিলেন স্মিথ।

১৯৮০ সালের পর দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ৪০ রানের আগেই ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর আগে ২০১৬ সালে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ রানে ৫ উইকেট হারিয়েছিল অসিরা।

৫২

ভারতীয় পেসারদের সামনে আর দাঁড়ানোই ছিল কঠিন। তোপ সামনে ৫২ বল মোকাবেলা করেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। রান করেন মাত্র ২। ৫০ বা তার বেশি বল মোকাবেলা করে এটিই অসি ব্যাটারের সর্বনিম্ন রান। এর আগে ওভালে ২০২৩ সালে ৫০ বল খেলে ৫ রান করেছিলেন তিনি।

১৭

১৯৫২ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টের প্রথম দিনেই পড়লো ১৭ উইকেট।

৩১৩০২

পার্থ স্টেডিয়াম কর্তৃপক্ষের হিসাব অনুসারে, বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ দেখতে আজ গ্যালারিতে উপস্থিত ছিলেন ৩১ হাজার ৩০২ জন দর্শক। পার্থে এখন পর্যন্ত কোনো টেস্টে সবোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড এটি।

এমএইচ/এএসএম

Read Entire Article