পার্থে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের দুর্দান্ত জয়

2 hours ago 4
ভারতীয় ক্রিকেট দল পার্থের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান প্রথম টেস্টে ২৯৫ রানে পরাজিত করে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে এই বিশাল জয় অস্ট্রেলিয়ার ২০১৮ সাল থেকে অপটাস স্টেডিয়ামে অপরাজিত থাকার রেকর্ডও শেষ করল। এই জয়ের মাধ্যমে ভারতীয় দল গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ সিরিজ হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছে। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমান গিলের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতির মধ্যেও ভারত অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। চতুর্থ দিনের শেষ সেশনে মাত্র দুই উইকেটের প্রয়োজন ছিল ভারতের। টি-ব্রেকের পর ওয়াশিংটন সুন্দর নাথান লায়নকে বল করেন ডাক মারিয়ে। পরে অ্যালেক্স কেরি কিছুটা প্রতিরোধ গড়ে ৩৬ রান করেন। তবে শেষমেশ হর্ষিত রানার বলে বোল্ড হয়ে যান কেরি, যা ভারতের ঐতিহাসিক জয় নিশ্চিত করে। প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়েছিল। নিতীশ কুমার রেড্ডি তার অভিষেক ম্যাচে ৪১ রানের লড়াকু ইনিংস খেলেন, এবং ঋষভ পান্ত ৩৭ রান করেন। জস হ্যাজলউডের ৪ উইকেট শিকারের ফলে ভারত বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। তবে, জসপ্রিত বুমরাহর দুরন্ত বোলিংয়ে ভারত দ্রুত অস্ট্রেলিয়ার ৫ উইকেট ফেলে দেয়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১০৪ রানে শেষ হয়। বুমরাহ নেন ৫ উইকেট, এবং হর্ষিত রানা তার অভিষেকে ৩ উইকেট শিকার করেন। ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত সেঞ্চুরি করে ১৬১ রান করেন। কেএল রাহুল (৭৭) এবং বিরাট কোহলি (১০০*) মিলে ভারতের স্কোর পৌঁছে দেন ৪৮৭ রানে। ৫৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ২৩৮ রানে গুটিয়ে যায়। ট্রাভিস হেড ৮৯ এবং মিচেল মার্শ ৪৭ রান করে কিছুটা প্রতিরোধ করেন। তবে বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ, দুজনেই ৩টি করে উইকেট শিকার করে ভারতকে জয় এনে দেন। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ১৫০ (নিতীশ কুমার রেড্ডি ৪১, ঋষভ পান্ত ৩৭; জস হ্যাজলউড ৪-২৯) এবং ৪৮৭/৬ ডিক্লেয়ার (যশস্বী জয়সওয়াল ১৬১, বিরাট কোহলি ১০০*, কেএল রাহুল ৭৭; নাথান লায়ন ২-৯৬) অস্ট্রেলিয়া: ১০৪ (মিচেল স্টার্ক ২৬, অ্যালেক্স কেরি ২১; জসপ্রিত বুমরাহ ৫-৩০) এবং ২৩৮ (ট্রাভিস হেড ৮৯, মিচেল মার্শ ৪৭; বুমরাহ ৩-৪২, সিরাজ ৩-৫১) ভারত জিতেছে ২৯৫ রানে।
Read Entire Article