পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা-লেবানন নিয়ে এরদোয়ানের ভাষণ
মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের মুসলিম ইস্যুতে সরব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজা ও লেবানন নিয়েও ইসরায়েলের বিরুদ্ধে একের এক কড়া বার্তা দিয়েছেন। এবার পার্লামেন্টে দাঁড়িয়ে গাজা-লেবানন নিয়ে ভাষণ দিয়েছেন তিনি।
বুধবার (২৭ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরদোয়ান বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় আনন্দিত তুরস্ক। এই চুক্তি বুধবার সকালে কার্যকর হয়েছে। সব পক্ষের প্রতি, বিশেষ করে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তারা যে চুক্তি করেছে, তা যেন লঙ্ঘন না করে।
তিনি বলেন, আমি তুরস্কের পক্ষ থেকে বলছি, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ থামিয়ে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য যেকোনো পদক্ষেপ গ্রহণে আমরা সবসময়ই প্রস্তুত।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি বলেন, লেবাননের বিরুদ্ধে জায়নবাদীদের আগ্রাসন সমাপ্ত হওয়ার খবরকে স্বাগত জানাই।
তার আগে বিবিসি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার ভোর থেকেই এটি কার্যকর হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি বহাল থাকলে ইসরায়েল ও ইরান সমর্থিত এ যোদ্ধাগোষ্ঠীর মধ্যকার এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে। গত সেপ্টেম্বরে যুদ্ধটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এ সময় ইসরায়েল ব্যাপকহারে বোমা হামলা ও স্থল অভিযান শুরু করে।
যুদ্ধবিরতির শর্তানুসারে লেবানন থেকে ৬০ দিনের মধ্যে ইসরায়েলি বাহিনী তাদের সেনা প্রত্যাহার করবে। একই সময়ে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হবে।
এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি।