পাল পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

15 hours ago 10

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানার ৯নং উত্তর জয়পুর ইউনিয়নে পাল পাড়া গ্রামে পাল পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের ফাইনালে চন্দ্রগঞ্জ দেওপাড়া ক্রিয়া চক্রকে ২-১গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পি এসকে নোয়াখালী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার  জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম. ইউছুফ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাহার উদ্দিন, গোলাম কিবরিয়া, মোহাম্মদ মোস্তফা বাবুল মাস্টার, কুতুবুল হায়দার চৌধুরী, নূর আলম প্রমুখ।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯নং উত্তর জয়পুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী রিংকু পাটওয়ারী।

খেলা শেষে বিজয়ীদের ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। রানারআপ দলকে দেওয়া হয় ৩৫ হাজার টাকা।

অতিথিরা বলেন, তরুণদের এই ধরনের আয়োজন খেলা ধুলার প্রতি তাদের আরও বেশি অনুপ্রাণিত হবে। তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে, তাই আগামীতে আরও বড় করে আয়োজন করতে চান তারা। 

Read Entire Article