হবিগঞ্জের বানিয়াচংয়ে সামছুজ্জামান চৌধুরী সাদেক (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সাদেক হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কাগাপাশা গ্রামের বাসিন্দা খালেকুজ্জামান চৌধুরীর বড় ছেলে পুলিশ সদস্য এনায়েতুজ্জামান চৌধুরীর সঙ্গে একই গ্রামের মাওলানা সারাজ মিয়ার মেয়ে তাসনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকমাস আগে এনায়েত বিয়ের প্রস্তাব পাঠালেও তাসনিয়ার পরিবার রাজি হয়নি। পরে ৩-৪ মাস আগে তাসনিয়া এনায়াতের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই ঘটনার পর থেকেই দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই বুধবার বিকেল ৫টার দিকে এনায়েতের ছোট ভাই সাদেককে এনায়েতের শ্যালকসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সারাজ মিয়ার বাড়ি ঘেরাও করে। তবে কৌশলে পালিয়ে যান তারা।
নিহত সাদেকের মা শরীফুল বেগম অভিযোগ করেন, আমার বড় ছেলে এনায়েতের সঙ্গে সারাজের মেয়ে তাসনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সারাজ বিয়ে দিতে রাজি না হওয়ায় তার মেয়ে স্বেচ্ছায় আমার ছেলের কাছে পালিয়ে গিয়ে বিয়ে করে। এ ঘটনার পর থেকেই সারাজসহ তার পরিবারের সদস্যরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনার জের ধরেই আমার ছেলেকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলে-মেয়ের প্রেমসংক্রান্ত ঘটনার বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমরা জড়িতদের গ্রেফতারে অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম