পাল্টে যাচ্ছে রিয়ালের ঐতিহাসিক স্টেডিয়ামের নাম

16 hours ago 6
বিশ্বের অন্যতম বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের ঐতিহাসিক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর নাম পরিবর্তনের দিকে এগোচ্ছে বলে এক প্রতিবেদন জানিয়েছে। তবে এখনো এই পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। সান্তিয়াগো বার্নাব্যু যা ক্লাবের কিংবদন্তি প্রেসিডেন্টের নামে নামকরণ করা হয়েছিল, ধীরে ধীরে সেই নাম পাল্টে শুধুমাত্র ‘বার্নাব্যু’ করার পরিকল্পনা লস ব্লাঙ্কোসদের। স্টেডিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলেও শুধু ‘বার্নাব্যু’ ব্যবহার করা হচ্ছে। এমনকি স্টেডিয়াম ট্যুরের নামও পরিবর্তন করে রাখা হয়েছে ‘ট্যুর বার্নাব্যু’। রিয়াল মাদ্রিদ সম্প্রতি তাদের স্টেডিয়ামের পুনর্নির্মাণ সম্পন্ন করেছে, যা এখন বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছে। ক্লাব প্রশাসন মনে করছে, স্টেডিয়ামের নাম সংক্ষিপ্ত করা হলে ভবিষ্যতে স্পন্সরশিপ বা অন্যান্য বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। বার্সেলোনা যেমন তাদের স্টেডিয়াম ক্যাম্প ন্যুর নাম স্পটিফাই ক্যাম্প ন্যুতে পরিবর্তন করে স্পন্সরশিপ চুক্তি করেছে, রিয়াল মাদ্রিদও তেমন কিছু করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, স্টেডিয়ামের নাম পরিবর্তনের জন্য রিয়াল মাদ্রিদ সদস্যদের অনুমোদন প্রয়োজন। ক্লাব ধীরে ধীরে এই পরিবর্তন আনতে চাচ্ছে এবং সমর্থকদের প্রতিক্রিয়া যাচাই করছে। যদি সমর্থকরা এই পরিবর্তন গ্রহণ করেন, তাহলে সান্তিয়াগো বার্নাব্যুর নাম শুধুমাত্র ‘বার্নাব্যু’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পথ সুগম হতে পারে। রিয়াল মাদ্রিদের এই পদক্ষেপ ঐতিহ্য এবং আধুনিক বাণিজ্যের মধ্যে একটি ভারসাম্য তৈরির চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।
Read Entire Article