পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের ২৬ নদীর পানি

3 months ago 47

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারাসহ ২৬ নদ নদীর পানি। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের ২৬ নদীর পানি

তিনি জাগো নিউজকে বলেন, ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামছে। আর সেই ঢলের পানিতে সুনামগঞ্জের সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে আজকেই নদ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে এবং সুনামগঞ্জে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের ২৬ নদীর পানি

এদিকে, দ্রুত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতংকে দিন পার করছেন ভাটির জেলার ২০ লাখ বাসিন্দা।

পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের ২৬ নদীর পানি

তারা বলছেন, যেভাবে নদীর পানি বাড়ছে যদি ঈদের আগে বন্যা হয় তাহলে ঈদ আনন্দে ভাটা পড়বে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতংকও বাড়ছে।

লিপসন আহমেদ/এএইচ/এএসএম

Read Entire Article