পিএসএলে ফিরছেন সাকিব, খেলবেন রিশাদের দলে

3 months ago 11

নিলামে কোনো দল পাননি, কিন্তু প্রতিভা যে কখনো হারায় না, সেটাই আবারও প্রমাণ করলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই লাহোর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাকিব নিজেই একটি জাতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন—তিনি লাহোরের জার্সি গায়েই ফিরছেন পিএসএলে।

নিউইয়র্কে পরিবারের সাথে থাকা সাকিব সেখান থেকেই সরাসরি পাকিস্তান যাবেন বলে জানা গেছে। ১৭ মে থেকে পুনরায় মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের স্থগিত অংশ। লাহোর কালান্দার্স তাদের স্কোয়াডে নতুন করে বিদেশি খেলোয়াড় খুঁজছিল, কারণ সাম্প্রতিক ভারত–পাকিস্তান উত্তেজনায় আসর স্থগিত হওয়ার সময় বেশিরভাগ বিদেশি ক্রিকেটার নিজ নিজ দেশে ফিরে যান এবং তারা পাকিস্তানে আবার আসবে কি না সে নিয়েও সংশয় রয়েছে।

সেই শূন্যস্থান পূরণেই সাকিবকে নিয়ে পরিকল্পনায় লাহোর। উল্লেখযোগ্যভাবে, এটাই প্রথম নয়—এর আগেও সাকিব পিএসএলে অংশ নিয়েছেন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে শুরু হয়েছিল তার পিএসএল যাত্রা। এরপর পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও মাঠ কাঁপিয়েছেন।

এখন পর্যন্ত পিএসএলে ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ১৮১ রান করেছেন সাকিব, স্ট্রাইক রেট ১০৭.১৪ এবং গড় ১৬.৩৬। বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনমি রেট ৭.৩৯।

আসরের শেষদিকে দলে যোগ দিলেও লাহোর কালান্দার্সের জন্য সাকিব হতে পারেন একটি বড় শক্তি। অভিজ্ঞতা, অলরাউন্ড পারফরম্যান্স আর চাপ সামাল দেওয়ার দক্ষতায় তিনি আবারও নিজের জাত চিনিয়ে দিতে পারেন।

Read Entire Article