পিকআপভ্যান থেকে সার লুট, দুই ছাত্রদল নেতা বহিষ্কার 

2 weeks ago 17

লালমনিরহাটের হাতীবান্ধায় পিকআপভ্যান থেকে সার লুটে জড়িত ফকিরপাড়া ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন, উপজেলা ফকিরপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম সবুজকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য ও ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল আলম সবুজকে ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি সম্পাদক বহিষ্কারাদেশ অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর  উপজেলার দোয়ানী মোড়ে ব্যবসায়ীর পিকআপ থেকে ৫৩ বস্তা সার লুট হয়। যার মধ্যে ৪৭ বস্তা সার ওই দুই ছাত্রদল নেতার বাড়ি ও হেফাজত থেকে উদ্ধার করে পুলিশ। 

Read Entire Article