পিডিবির এক মেসেজে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা সব সেবা বন্ধ

2 months ago 8

শুধু হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়ে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে। এতে তিন ঘণ্টা বন্ধ ছিল হাসপাতালের সব কার্যক্রম। ফলে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ নিজে আসেন ও চিঠি দিয়েছেন। বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। বরাদ্দ না পাওয়ায় বিল পরিশোধ করা যায়নি। জুন মাসের শেষ দিকে জুলাইয়ে নতুন অর্থবছরের বরাদ্দ এলে বিল পরিশোধ সম্ভব। কিন্তু এইটুকু সময়ও তিনি ধৈর্য ধরেননি। হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েই সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ২৪ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হলো।

এ বিষয়ে কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ বলেন, হাসপাতালের আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যার পরিমাণ এক কোটি ৮ লাখ টাকা। সব প্রক্রিয়া অনুসরণ করেই সকাল ৯টায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে লিখিতভাবে বিল পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টা ১০ মিনিটে সংযোগ পুনঃস্থাপন করা হয়।

এসকে রাসেল/এসআর/এমএস

Read Entire Article