পিরামিড তৈরির প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয় স্টোনহেঞ্জ

2 days ago 8
পৃথিবীতে অনেক বিস্ময়কর স্থাপনা রয়েছে। যার খুঁটিনাটি আমরা আজও জানি না। কী উদ্দেশ্যে সেগুলো নির্মাণ করা হয়, কারা নির্মাণ করেছিল, কেনই বা করেছিল-তার সব কিছুই রহস্যময়। ঠিক তেমনি একটি স্থাপনা হলো যুক্তরাজ্যের উইল্টশয়ারের স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ তৈরি হয় খ্রিষ্টপূর্ব ৩১০০ সালে। পিরামিড তৈরিরও প্রায় এক হাজার বছর আগে। এই স্থাপনা আজও গবেষকদের কাছে এক বিস্ময়ের নাম। কোন উদ্দেশ্যে বিশাল আকৃতির সব পাথর দিয়ে এই বৃত্ত রচনা করা হয়েছিল। যুগ যুগ ধরে যার রহস্য উদ্ধারের চেষ্টা করেছেন তারা। এ থেকে নানা মতবাদও উঠে এসেছে। এরই মধ্যে সম্প্রতি করা এক গবেষণায় স্টোনহেঞ্জের রহস্য উন্মোচিত হয়েছে। গবেষণার কাজে ছিলেন যুক্তরাজ্যের প্রত্নতাত্ত্বিক ও ইউনিভার্সিটি অব লন্ডনে প্রাক-ইতিহাসের অধ্যাপক মাইক পার্কার পিয়ারসন। তিনি জানান, যুক্তরাজ্যের কৃষক সম্প্রদায়গুলো সংঘবদ্ধ করতেই গড়ে তোলা হতে পারে বহু প্রাচীন এই নিদর্শন। অনেকেরই বিশ্বাস, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য স্থাপনাটি ব্যবহার করা হতো। অনেকে মনে করেন, এটি ছিল একটি সৌর ক্যালেন্ডার। আবার অনেকের মতে, স্টোনহেঞ্জ আসলে ছিল একটি আকাশ পর্যবেক্ষণকেন্দ্র। প্রত্নতাত্ত্বিক পিয়ারসন জানান, ধর্মীয় কোনো স্থাপনার মতো এটিকে রাজনৈতিক স্থাপনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। গার্ডিয়ান ও এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।  
Read Entire Article