পিরোজপুরে ইয়াবাসহ নারী টিকটকার গ্রেপ্তার

2 months ago 29

পিরোজপুরের নেছারাবাদে মাদক বিক্রির সময় নারী টিকটকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাবেয়া আক্তার সাথী (৩৮) ও সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। এর মধ্যে সাথী টিকটকার হিসেবে পরিচিত।

রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। এ ছাড়া সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। গ্রেপ্তারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, শুক্রবার সন্ধ্যায় কামারকাঠী গ্রামে ইয়াবা বিক্রি করছিল তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদককারবারি। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে। 

Read Entire Article