পিস্তল-গুলিসহ আটক ৩

5 hours ago 6
লালমনিরহাটে পিস্তল-গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল। গত রোববার (১৬ মার্চ) রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল (২৯), মানিকগঞ্জ এলাকার লিটন হাওলাদার (২৭) ও আসলাম মিয়া (৩০)। সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এ সময় পিস্তল-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদকদ্রব্য নিয়েছেন সে ব্যাপারে এখনো জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Read Entire Article